আজীবন সদস্য

আজীবন সদস্য আহ্বান

আজীবন সদস্য :
সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের গঠনতন্ত্রের আট-৮ এর( গ) ধারা মোতাবেক ‘আজীবন সদস্য’
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে বিশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের জনকল্যাণ তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হিসেবে মনোনীত হবেন। তবে পূর্বে যাহারা সংস্থার সাধারণ সদস্য ছিলেন তারা আজীবন সদস্য হওয়ার জন্য পাঁচ হাজার টাকা প্রদান করে আজীবন সদস্য হতে পারবেন।আজীবন সদস্যরা সাধারণ সদস্যদের মতো সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার থাকিবে। আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে-সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।

সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম :


সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য বাংলাদেশ: whatsapp +880 1748-237131,বিদেশ +33744110098
যাহারা সংস্থার লক্ষ্য -উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে ও কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে এই পর্যন্ত যারা আজীবন সদস্য হয়েছেন তাদের তালিকা নিম্নরূপ :
১. মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, টিলাগর, সিলেট।

২.জনান ডা. হেলাল উদ্দীন, বড়লেখা, মৌলভীবাজার।(ওসমানী মেডিকেল কলেজ সিলেট )

৩. অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম,বাদেশ্বর, গোলাপগঞ্জ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

৪. জনাব হিফজুর রহমান খাঁন, শিবগঞ্জ, সিলেট।

৫. জনাব ফয়সল মাহমুদ, দক্ষিণ সুরমা, সিলেট (অতিরিক্ত ডিআইজি)

৬. জনাব আব্দুল খালেক তালুকদার, বালাগঞ্জ, সিলেট (ব্রিটেন প্রবাসী)

৭. জনাব মো: লবিবুর রহমান, প্রিন্সিপাল, ক্লাসিক স্কুল এন্ড কলেজ, সিলেট।

৮. মাওলানা খাজা মঈনদ্দীন আহমদ জালালাবাদী, প্রো: খাজা এয়ারলাইন্স।

৯. মাওলানা এম এ কাদির আল হাসান, প্রিন্সিপাল, দি ব্রিটিশ মুসলিম স্কুল, ইউকে।

১০. অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

১১. মাওলানা মোঃ শরিফ উদ্দিন, দক্ষিণ সুরমা, সিলেট।

১২. মাওলানা আব্দুস সবুর, সাবেক ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা পরিষদ।

১৩. মাওলানা মাহবুবুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ।

১৪. মাওলানা হাবিবুর রহমান লিটু, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা, সিলেট।

১৫. মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী, পেশ ইমাম, রংপুর ক্যান্টনমেন্ট।

১৬. জনাব মুকিত রহমানী, বিশিষ্ট সাংবাদিক,মিরা বাজার, সিলেট। (সিলেট প্রতিনিধ, দৈনিক সমকাল)

১৭. মাওলানা সাদিকুর রহমান শিবলী, ভাইস প্রিন্সিপাল, চকবাজার আলিম মাদ্রাসা,ওসমানীনগর।

১৮. রোটারিয়ান শাহ জামাল আহমদ,ওসমানী নগর, সিলেট।

১৯. এড. আব্দুস সালাম তালুকদার,জকিগনজ, সিলেট।

২০. প্রিন্সিপাল আহমদ আল কবির চৌধুরী, ছাতক, সুনামগঞ্জ।

২১.জনাব ডা. এম এম রহমান,বাঘা,গোলাপগঞ্জ, সিলেট।
২২.জনাব মো: সিরাজ উদ্দীন, ব্যবসায়ী- সিলেট মিলেনিয়াম,জিন্দাবাজার।

২৩. সাংবাদিক এম জি মোস্তফা, বাঘা,গোলাপগঞ্জ, সিলেট।

২৪. জনাব মো: মাহতাব আহমদ, প্রোপ্রাইটর, দেশ এন্টারপ্রাইজ, শাহপরান, সিলেট।

২৫. জনাব জুবায়রুল হাসান, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট।

২৬. জনাব টিটু ওসমানী, বিশিষ্ট ব্যাংকার, ওসমানী নগর, সিলেট।

২৭. জনাব নেছার আহমদ জামার,বিশিষ্ট লেখক ও সংগঠক,গ্রাফিক জোন, সিলেট।

২৮. জনাব মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, ফেঞ্চুগঞ্জ , সিলেট।

২৯.জনাব মুজতবা শাহরিয়অর আরিফ, মানিকপুর বড়বাড়ি, ইছামতি, জকিগঞ্জ।

৩০.মাওলানা ফজলে রাব্বী সাঈদ, আরবি প্রভাষক, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা।

৩১. জনাব মো: আহসান হাবীব, প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক, সিলেট।

৩২. জনাব জামাল আহমদ, ব্যবস্থাপনা পরিচালক, জকিগঞ্জ টিভি।

৩৩. জনাব সাইফুল করিম মঞ্জু, হাতিডহর, জকিগঞ্জ।

৩৪. জনাব খালেদ হোসেন, পরিচালক, একাডেমাস কোচিং হোম, মেজরটিলা।

৩৫. জনাব বদরুল ইসলাম খান, হাতিডহর, জকিগঞ্জ।

৩৬. জনাব মো: কামরুল ইসলাম সুমন, জকিগঞ্জ, সিলেট।

৩৭. জনাব ডা. মোয়াজ্জেম ইসলাম, মেডিকেল অফিসার, বেগম রাবেয়া খাতুন জেনারেল হাসপাতাল।

৩৮. মাওলানা দেলওয়ার হোসাইন, প্রধান মুহাদ্দিস, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।

৩৯. জনাব ডা. নিজাম আল মারুফ, শিবগঞ্জ, সিলেট।

৪০. জনাব মহিউদ্দিন আহমদ রুবেল, উসমানী নগর, সিলেট।

৪১.আলী আকবর রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বাস-মিনিবাস-শ্রমিক ইউনিয়ন।

৪২. জনাব এল অরুণ মনি সিংহ,শিবগঞ্জ, সিলেট।

৪৩. মাওলানা হাফিজুর রহমান, বড়লেখা, মৌলভীবাজার।

৪৪. জনাব মোয়াক্কির আহমদ সিদ্দিকী, মেজরটিলা, সিলেট।

৪৫. জনাব মো: রায়হান উদ্দিন, কাতর প্রবাসী।

৪৬. জনাব মোঃ পারভেজ আলম, ফ্রান্স প্রবাসী।

৪৭. জনাব মাহবুব আলম চৌধুরী মাখন।

৪৮. জনাব মোঃ তজম্মুল মিয়া, নবীগঞ্জ, হবিগঞ্জ।

৪৯. জনাব আবু লেইছ চৌধুরী রাজু,রায়নগর, সিলেট।

৫০. জনাব মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ,মোগলবাজার,সিলেট।

৫১.জনাব সালমান শাহ আহমদ রনি,ওসমানী নগর,সিলেট। (আমেরিকা প্রবাসী)