পৃষ্ঠপোষক

পৃষ্ঠপোষক (দাতা সদস্য) :
নকশী বাংলা ফাউন্ডেশনের গঠনতন্ত্রের আট-৮ এর( ঘ) ধারা মোতাবেক ‘পৃষ্ঠপোষক সদস্য’
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের জনকল্যাণ তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সদস্য হবেন এবং আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।

সদস্য হওয়ার জন্য নির্দিষ্ট ফর্ম :


সার্বিক যোগাযোগ  বাংলাদেশ: whatsapp +880 1748-237131,বিদেশ +33744110098
যাহারা সংস্থার লক্ষ্য -উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে ও কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে এই পর্যন্ত যারা দাতা সদস্য হয়েছেন তাদের তালিকা নিম্নরূপ :
১. জনাব কাজী এনায়েত উল্লাহ ইনু, তিনি বৃহত্তর ঢাকার কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি,
অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন, আয়েবা’র মহাসচিব। নকশী বাংলা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র :

২.জনাব ডা.জিন্নুরাইন জায়গীরদার,তিনি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আয়ারল্যান্ডের কর্মরত চিকিৎসক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক।
নকশী বাংলা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র :

৩. জনাব সাতার আলী সুমন (শাহ আলম) তিনি বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি। নকশী বাংলা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র :

৪.জনাব সেবুল আহমদ, তিনি দক্ষিণ সুরমা উপজেলা, সিলেটের কৃতি সন্তান, পর্তুগাল প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। নকশী বাংলা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র :