মহান আল্লাহতালার অশেষ কৃপায় এবং সকল শ্রেণী- পেশার মানুষের সহযোগিতায় আমরা যে স্বপ্নের বীজ বপন করেছিলাম, আজ মহীরুহ হয়ে উঠছে।
বাংলার লোক সংস্কৃতি, হস্তশিল্প, সাহিত্য, ও ভাষার অপার ঐতিহ্য আমাদের গর্বের ধন। কিন্তু দুর্ভাগ্যবশত, আধুনিকতার ছায়ায় এই মূল্যবান ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নকশী বাংলা ফাউন্ডেশন তারই উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশের এক আন্তরিক প্রয়াস।
আমরা বিশ্বাস করি, একটি জাতির আত্মপরিচয় গড়ে উঠে তার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের উপর ভর করে। তাই আমাদের এই সংগঠন কাজ করছে গ্রামীণ কারুশিল্পীদের ক্ষমতায়ন, নারী শিক্ষার উন্নয়ন, প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজ গঠন, স্থানীয় ভাষা, শিল্প-সংস্কৃতির গবেষণা ও প্রচার, এবং নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা।
পিছিয়ে পড়া নৃগোষ্ঠীকে বাংলাদেশের মূলধারার সাথে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে নকশী বাংলা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
নকশী বাংলা গ্রামীণ কারিগর আর শহরের শিল্পরসিক মানুষের মাঝে, পুরাতন ঐতিহ্য আর নতুন চিন্তার মাঝে, উন্নত বিশ্বের একটি সেতুবন্ধন। পথচলা সহজ নয়, কিন্তু আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে তা নিশ্চয়ই সম্ভব।
সকলে একসঙ্গে কাজ করে—নকশী বাংলা’র রঙিন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।
মা- মাটি, বাংলা’র মানুষ ও বাংলা’র সংস্কৃতির প্রতি আমাদের এই অঙ্গীকার অবিচল থাকুক।
ধন্যবাদ।
[ তাইজুল ফয়েজ ]
প্রতিষ্ঠাতা
নকশী বাংলা ফাউন্ডেশন
Mo.+351920374055
Email :Mohammedtaizul211@gmail.com