
নকশী বাংলা ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংস্থাটি সমাজের অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন বিষয়ের উপর জাতীয় সেমিনার, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, গ্রন্থ প্রকাশ, বৃক্ষরোপন কর্মসূচি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, সিলেটের উল্লেখযোগ্য গুণীজনদের নকশী বাংলা সম্মাননা প্রদানসহ সমাজ উন্নয়নে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। বর্তমানে সংস্থাটি সমাজ উন্নয়নে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সম্মানিত সকল প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের মেধা ও শ্রমে সংগঠন বহুদূর এগিয়ে যাচ্ছে।
সকলের সার্বিক সহযোগিতায় আমরা নকশী বাংলা ফাউন্ডেশন এর নামে স্থায়ী জায়গা ও ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।
মাজহারুল ইসলাম জয়নাল
সাধারণ সম্পাদক
নকশী বাংলা ফাউন্ডেশন