নকশী বাংলা স্বাবলম্বী প্রকল্প (সেলাই প্রশিক্ষণ)।

May 7, 2025

১.প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নাম :নকশী বাংলা ফাউন্ডেশন।

২.সংস্থার ঠিকানা :২য় তলা, আব্দুল খালেক ম্যানশন, মেন্দিবাগ পয়েন্ট, সিলেট।

৩.প্রকল্পের মেয়াদ : ৩ মাস।

৪.চলতি প্রকল্পের স্থান : গ্রীন সিটি ইন্টারন্যাশনাল কলেজ এন্ড স্কুল, মজুমদারি,এয়ারপোর্ট রোড(বাংলাদেশ বিমান অফিসের বিপরীতে) আম্বরখানা, সিলেট।
আম্বরখানা ব্রাঞ্চ বাস্তবায়নে আর্থিক সহায়তা করেছেন :

ক. সাবেক নৌ কমান্ডার জনাব এনামুল হক,নরসিংদী।

খ.জনাব ওবায়দ উল্লাহ কয়েস, বিয়ানীবাজার (প্রেসিডেন্ট, আইসা, প্যারিস)

গ. জনাব আজাদ মিয়া, গোলাপগঞ্জ (সভাপতি, লিগ্যাল এইড,প্যারিস)

ঘ. জনাব মাসুদ মিয়া( bd meubles.Paris)

ঙ. জনাব শাহিনুর রহমান চৌধুরী, ওসমানী নগর।

চ. জনাব মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ।

ছ.জনাব হাবিবুর রহমান, মেন্দিবাগ, সিলেট।
মহৎ উদ্যোগে আপনিও শরিক হতে পারেন।

৫.প্রকল্পের মূল বিষয়: দেশের দারিদ্র্য নারী সমাজের উন্নয়নের জন্য স্বাবলম্বী প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষে
সিলাই প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করার জন্য সংস্থার সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানহীন নারীদের বেকারত্ব দূরীকরণের অগ্রণী ভূমিকা রাখবে। নারীরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অন্যান্য নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবে এতে করে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নারীদের বেকারত্ব কমে যাবে। সমাজের অবহেলিত মানুষ যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে এর সুফল ভোগ করবে দেশ ও জাতি।
দক্ষ জনবল -সম্পদে পরিণত হয়ে দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
সকলের সহযোগিতা অব্যাহত থাকলে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্বাবলম্বী প্রকল্প (সেলাই প্রশিক্ষণ) পরিচালিত করতে চায় নকশী বাংলা ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *