নকশী বাংলা ফাউন্ডেশনের ফ্রী সেলাই প্রশিক্ষণ পরিদর্শন

July 2, 2025

সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রী সেলাই প্রশিক্ষণ কোর্স, গতকাল (২৭ জুন, শুক্রবার) বিকাল ৩টায়, গ্রীণ সিটি কলেজিয়েট স্কুলে সেলাই প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করেন, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মো: রফিকুল হক । সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক ও ইমদাদুল হক।

নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়াল মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, প্রশিক্ষক লিপি খান, শিলা বেগম। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে অনূভুতি পেশ করেন, শিক্ষার্থী সুমনা বেগম, সোনিয়া আক্তার, শান্তা বেগম, প্রমুখ।
আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো দক্ষ জনশক্তি। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একটি কার্যকর ভূমিকা রাখবে।
৩০ জন নারী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে চলেছেন,
এর মাধ্যমে একটি পরিবার স্বনির্ভর হতে পারে, একটি সমাজ অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে।