উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে

July 5, 2025

নকশী বাংলা’র আলোচনা সভা

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে
নারীদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে
—– কয়েস লোদী


নিজস্ব প্রতিবেদন : ৫ জুলাই ২৫ ইং শনিবার , বিকাল ২ টায়, নকশী বাংলা ফাউন্ডেশন এর
উদ্যোগে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ানঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা এম এ আলিম, উপদেষ্টা মুহাইমিন চৌধুরী, ইউরো বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্পেন প্রবাসী সিদ্দিকুর রহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সাধারন সম্পাদক রোটা: মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য সম্পাদক পলিনা রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।
প্রধান অ

তিথি তার বক্তব্য বলেন নকশী বাংলা ফাউন্ডেশন নারী শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সত্যিই প্রশংসার দাবিদার। নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে সংগঠনটি প্রকল্প শুরু করেছে। বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ,৮ কোটি ২৪ লাখ পুরুষ এবং নারী ৮ কোটি ২২ লাখ। বিশ্বে নারী-পুরুষের অনুপাত হল ১০১ জন নারীর বিপরীতে ১০০ জন পুরুষ।
বাংলাদেশের ৮ কোটি ২২ লাখ নারীর হাত ১৬ কোটি ৮৮ লাখ হাতকে কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। আর এই গুরুদায়িত্ব পালন করছে নকশী বাংলা ফাউন্ডেশন।